REAZ MORSHED
  • COPY WRITINGS
  • PHOTOGRAPHY
  • কবিতা
  • LOGO & WELCOME TUNE
  • গল্প

ছোট কবিতা

মনের চাহিদায় আগুনের কাছে থাকি।
ছাঁইয়ের আর থাকে কী পোড়ার বাকী?


সূর্যের মত আমি অদ্বিতীয় প্রত্যক্ষদর্শী মাত্র।
  • বিভিন্ন ঘটনা ঘটতে দেখি। নির্বিকার। আর 
  • যা ঘটতেছে পৃথিবীরই তার সব দায় ও ভার।
  • আমি কেবল বিশ্ব বিদ্যালয়ের মনযোগী ছাত্র।


​
আমি আমার সর্বোচ্চ সুনিপুণ ধ্যানে, বুদ্ধিতে জ্ঞানে,
বিগত কদিনে নিজের মত 'লিখা' লিখি করে গেছি।
কিন্তু সে কৃষ্ণগহ্ববর। কোথায় প্রতিত্তর? দেখতেসে

না যে একটা উত্তরের অভাবে আমি স্রেফ মরে গেছি।
1

                                                         
আমার চেনা বা কিছু পরিচিতো,

কোনো ঘুমেই আর স্বপ্ন দেখিনা।
অন্ত্যধ্বনি শুনি, যে নাকি পতিতো
তার কিছুই আর দেখার থাকেনা।
Powered by Create your own unique website with customizable templates.
  • COPY WRITINGS
  • PHOTOGRAPHY
  • কবিতা
  • LOGO & WELCOME TUNE
  • গল্প